মহামারিজনিত ক্রমবর্ধমান অবসাদ ঠেকাতে পদক্ষেপ নেয়ার আহ্বান ডব্লিওএইচও’র

375

কোপেনহেগেন, ৬ অক্টোবর, ২০২০(বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিওএইচও)মহামারি জনিত ক্রমবর্ধমান অবসাদ ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
ডব্লিওএইচও’র ইউরোপ বিষয়ক পরিচালক ড. হ্যান্স ক্লুগ বলেন, অবসাদের মাত্রা একেক দেশে একেক রকম হলেও কোন কোন ক্ষেত্রে এটি ৬০ শতাংশেরও বেশি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে পাওয়া এটি একটি সমষ্টিগত তথ্য।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, গত আট মাসে জনগণ করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ত্যাগ স্বীকার করেছে।
এ অবস্থায় ক্লান্তি আসা স্বাভাবিক।
তিনি ইউরোপীয় কর্তৃপক্ষকে নতুন ও উদ্ভাবনী উপায়ে করোনা ভাইরাস মোকাবেলায় জনগণের কথা শুনতে এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের রাশিয়াসহ ৫৩টি দেশে ৬২ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ২ লাখ ৪১ হাজার লোক মারা গেছে।