মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে হারিকেন ডেলটা

408

মিয়ামি, ৬ অক্টোবর, ২০২০(বাসস ডেস্ক): মৌসুমি ঝড় ডেল্টা সোমবার হারিকেনে রূপ নিয়েছে। মেক্সিকোর ইয়োকাতান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় এটি আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে ।
ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হারিকেন ডেলটা জ্যামাইকার দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার এ কথা জানিয়ে বলেছে, ডেল্টা ক্রমশই জোরদার হচ্ছে।
বুধবার সকালের দিকে এটি গালফ অব মেক্সিকোতে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
সেন্টার থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে ঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে প্রবেশ করবে।