বাসস দেশ-৩৮ : নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় পার্টি

322

বাসস দেশ-৩৮
নারী-নির্যাতন- প্রতিবাদ
নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় পার্টি
ঢাকা, ৫ অক্টোবর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আজ এক বিবৃতিতে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধু নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, সভ্য সমাজে পাশবিক নারী নির্যাতনের ঘটনা একেবারেই বেমানান।
জাতীয় পার্টি নেতৃবৃন্দ আরো বলেন, যখন দেশের নারীরা শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতিতে অসাধারণ ভূমিকা রাখছেন, তখন নোয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীর উপর আদিম যুগের ন্যায় বর্বরতা মেনে নেয়া যায়না। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিকৃতরুচি সম্পন্নরা যে অপরাধ করেছে, সে জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি তারা আহবান জানান।
বাসস/সবি/এমএআর/২২০৫/স্বব