বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গবেষণামূলক স্মরণিকা

524

ঢাকা, ৩ অক্টোবর ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গবেষণামূলক স্মরণিকা প্রকাশ করা হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিমকোর্ট জাজেজ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ কথা জানান।
তিনি জানান, ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অংশ নেন বিচারপতি মো: নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে.বি.এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
জাজেজ কমিটির এ সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গবেষণামূলক স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।