বাসস দেশ-৩৯ : ঢাবিতে কাল ‘এনএমআর’ বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে

377

বাসস দেশ-৩৯
ঢাবি-আন্তর্জাতিক-ওয়েবিনার
ঢাবিতে কাল ‘এনএমআর’ বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে
ঢাকা, ১ অক্টোবর, ২০২০ (বাসস) : কাঠামো নির্ধারণের জন্য এনএমআরের গুরুত্ব তুলে ধরে ‘চূড়ান্ত কাঠামো নির্ধারণ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ভার্চুয়ালি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় (১.০০ পিএম জিএমটি) অনুষ্ঠিত হবে।
এই বিশেষ বিষয়টির উপর মূল বক্তব্য উপস্থাপন করবেন আবারডিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং রয়্যাল সোসাইটি অফ এডিনবার্গের ভাইস প্রেসিডেন্ট মার্সেল জেসপারস।
ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে একে আজাদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নীলুফার নাহার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মিঃ ডেভিড মেইনার্ড অতিথি হিসাবে ওয়েবিনারে যোগ দেবেন। ‘বিএএন : ০৪’ ঢাবির কেমিস্ট্রি বিভাগের ৪ টি রিসার্চ গ্রুপ ইন্টানেটে জুম যোগাযোগের মাধ্যমে এই সেমিনারের আয়োজন করছে, যা সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ জুম লিংক https://bdren.zoom.us/j/65683112000 (আইডি: ৬৫৬ ৮৩১১ ২০০০) এর মাধ্যমে ওয়েবিনারে অংশ নিতে পারেন।
বাসস/সবি/অনু-এমএন/২১৪৪/এবিএইচ