বাজিস-১১ : নীলফামারীতে পানিতে ডুবে একজনের মৃত্যু

160

বাজিস-১১
নীফফামারী-মৃত্যু
নীলফামারীতে পানিতে ডুবে একজনের মৃত্যু
নীলফামারী, ৩০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): জেলার কিশোরগঞ্জ উপজেলায় আজ ধাইজান নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুস সালাম মিয়া (৩৮) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি ময়দানের পাড় নামক স্থানে ঘটনাটি ঘটে।
সালাম মিয়া ওই এলাকার জয়নুদ্দিন মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে ধাইজান নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান আব্দুস সালাম মিয়া। এসময় জালসহ নদীর গভীর পানিতে নিখোঁজন হন। উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পেরে দেড়ঘণ্টার চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রেদওয়ানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমাদের ডুবুরী দল ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আব্দুস সালাম মিয়ার মরদেহ উদ্ধার করেন।’
বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ পানিতে ডুবে স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, মাছ ধরার সময় জালে পা আটকে নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে আব্দুস সালামের মৃত্যু হয়েছে। উপস্থিত লোকজন চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়েরের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯৩৯/-এমকে