বাজিস-১০ : নোয়াখালীতে ক্ষতিকর ও নিম্নমানের মসলা বিক্রির দায়ে একলাখটাকা জরিমানা

139

বাজিস-১০
নোয়াখালী-জরিমানা
নোয়াখালীতে ক্ষতিকর ও নিম্নমানের মসলা বিক্রির দায়ে একলাখটাকা জরিমানা
নোয়াখালী, ৩০ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আজ ক্ষতিকারক রং মিশ্রিত এবং পোকাযুক্ত নিম্নমানের গুড়া মসলা বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, মসলায় ক্ষতিকারক রং মিশ্রন ও পোকাযুক্ত নিম্নমানের পোকাযুক্ত গুড়া মসলা বিক্রি করার অপরাধে মেসার্স রনি এন্টারপ্রাইজকে পঞ্চাশহাজার টাকা এবং মেসার্স রমনী ষ্টোরকে পঞ্চাশহাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে জেলা স্যানিটারি পরিদর্শক শওকত আলীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯২৫/-এমকে