মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢেলে অনুতপ্ত এসেক্স

300

লন্ডন, ৩০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : বব উইলিস ট্রফির ফাইনালে সমারসেটের সাথে ড্র করে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে গত রোববার শিরোপার স্বাদ নেয় ইংলিশ ক্লাব এসেক্স। স্বাভাবিকভাবে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে তারা। আর চিরাচরিত শিরোপা উৎসবের রীতি মেনে বিয়ার ও শ্যাম্পেন ঢেলে লর্ডসের ব্যালকনিতে আনন্দ উল্লাস করেছেন এসেক্সের ক্রিকেটাররা। এই উল্লাস করতে গিয়েই বিপত্তি ঘটে।
এসেক্সের মুসলিম ক্রিকেটার ছিলেন ২০ বছর বয়সী ফিরোজ খুশি। এবারের বব উইলিস ট্রফি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। লর্ডসে ব্যালকনিতে দলের সতীর্থদের সাথে শিরোপা উৎসবে মেতেছিলেন খুশিও। তবে ব্যালকনির বাঁ-দিকে এক কোণে দাঁড়িয়ে ছিলেন তিনি। আনন্দ উৎসবের মধ্যে খুশির গায়ে বিয়ার ও শ্যাম্পেন ঢালেন সতীর্থরা। ছবিতে দেখা যায়, খুশির গায়ে বিয়ার-শ্যাম্পেন ঢালচ্ছিলেন দলের উইকেটরক্ষক উইল বাটলম্যান।
খুশির গায়ে বিয়ার ঢালার ছবি ভাইরাল হবার পর সমালোচনার মুখে পড়ে এসেক্স। পূর্ব লন্ডনে জাতীয় ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল সমালোচনা করে বলেন, ‘ফিরোজ খুশি ব্যালকনির কোনায় দাঁড়িয়ে ছিল। নড়াচড়াও করতে পারছিলে না। তখন সে একটা কাজই করতে পারতো, ব্যালকনি থেকে লাফ দেওয়া। তার গায়ে অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা নারকীয় দৃশ্য।’
তবে এ কারনে দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এসেক্সের অধিনায়ক টম ওয়েস্টলি। এক বিবৃতিতে ওয়েস্টলি বলেন, ‘গত রোববার লর্ডসে শিরোপা উদযাপনের সময়ে আমরা কারও মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকলে নিজের ও দলের হয়ে আমি ক্ষমা চাইছি। এসেক্সে আমরা খুব শক্তিশালী একটা ড্রেসিংরুম সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে মাঠে ও মাঠের বাইরে আমরা সবাই সবাইকে সাহায্য করি। আমরা সকলেই পাশে থাকি। ভবিষ্যতে পুনরায় এমন কিছু যাতে না হয়, সেদিকে খেয়াল থাকবে।’
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘বহুদিন ধরেই জাতিগত বৈচিত্র্য, আলাদা আলাদা ধর্মের ক্রিকেটাররা খেলছেন এই দলে। সকলেই দলের ঐতিহ্য ভালোভাবে জানেন। খেলায় জাতিগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পার্থক্য নিয়ে খেলোয়াড়দের সচেতন করতে আরও কাজ করতে হবে আমাদের। আনন্দ-উল্লাসের ব্যাপারে আরও সচেতন হতে হবে খেলোয়াড়দের।’