ধোনির পক্ষে সাফাই গাঙ্গুলীর

637

নয়া দিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে এখন অবধি তিনটি ম্যাচ খেলে ফেলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ব্যাট হাতে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি তিনি। যা তার জন্য বেমানান। তবে ধোনির পক্ষে সাফাই গাইলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘১৪ মাস পর খেলছে, ফর্মে ফিরতে সময় লাগবে ধোনির। সে যখন ফর্মে ফিরবে, তখন ধোনির ব্যাট থেকে সেরাটাই বের হয়ে আসবে।’
২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর ২২ গজে ব্যাট হাতে নামেননি ভারতের সাবেক খেলোয়াড় ধোনি। গত মার্চে আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর কথা থাকলেও, করোনার কারনে তা পিছিয়ে চলতি মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়। তাই ১৪ মাস পর আবারো কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ পান গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ধোনি।
কিন্তু এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে তিন ইনিংসে ৪৪ রান করেছেন ভারতের হয়ে দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। আর এই তিন ইনিংসেই লোয়ার-অর্ডারে খেলতে নামেন তিনি। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে।
তবে ধোনির রান না পাবার কারন ব্যাখা করলেন ভারতের আরেক সাবেক সফল অধিনায়ক গাঙ্গুলী। তিনি বলেন, ‘পুরনো ছন্দে ফিরতে ধোনির আরও সময় লাগবে। ১৪ মাস পর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে সে। যত ভাল ক্রিকেটারই হোক না কেন, তাকে কিছুটা সময় দিতেই হবে।’
ব্যাট হাতে রান না পেলেও, অধিনায়ক হিসেবে মাঠে আগের ধোনিকেই দেখতে পাচ্ছেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘ব্যাট হাতে হয়তে রান পাচ্ছে না। এতে তাকে চিন্তিত মনে হচ্ছে না। আসলে এমন ধরনের ক্রিকেটাররা, অফ-ফর্ম নিয়ে খুব বেশি ভাবে না। তারা জানে কিভাবে ফর্র্মে ফিরতে হয়। তবে অধিনায়ক হিসেবে, পুরনো ধোনিকে দেখতে পাচ্ছি। যা দেখে ভালো লাগছে।’