নারীর নিরাপত্তায় মুঠোফোনে বিশেষ ট্রাকার সংযুক্তির আহ্বান

543

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : নারীর নিরাপত্তায় মুঠোফোনে বিশেষ ট্রাকার সংযুক্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস. এম. ফরহাদকে এ ব্যাপারে আজ ই-মেইলে চিঠি দিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ। পাশাপাশি চিঠির অনুলিপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সকল অপারেটরগুলোর সিইও বরাবর পাঠানো হয়েছে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের চিঠিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশে ইতিমধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে মোবাইল ফোনে বিশেষ প্রযুক্তি অ্যাপ ও ট্রাকার সংযুক্ত করা হয়েছে। কোন-কোন দেশে হ্যান্ডসেট ডিভাইসের সাথে প্রিপার স্প্রে’র ব্যবস্থাও রাখা হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে ও অপব্যবহার রোধে আমরা প্রিপ্রার স্প্রে’র পক্ষে নই। আমরা চাই প্রতিটি অপারেটর তাদের গ্রাহকদের নিরাপত্তার জন্য বিশেষ অ্যাপস-ট্রাকার বা এক ডিজিটের ফ্রি কলিংয়ের ব্যবস্থা রাখা হোক। এতে কোন নারী নির্যাতন বা ধর্ষণের পরিস্থিতিতে পড়লে ওই অ্যাপস বা ট্রাকার ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় ৯৯৯ বা ওই নারীর আশেপাশের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর কাছে লোকেশনসহ তথ্য চলে যাবে। এতে নারী নির্যাতন ও ধর্ষণ থেকে অনেক রেহাই পেতে পারে।”