বাসস বিদেশ-৯ : কারাবাখে আর্মেনীয়া-আজারবাইজানের ভয়াবহ লড়াই অব্যাহত

330

বাসস বিদেশ-৯
আর্মেনিয়া- আজারবাাইজান- কারাবাখ
কারাবাখে আর্মেনীয়া-আজারবাইজানের ভয়াবহ লড়াই অব্যাহত
বাকু (ইয়েরেভান), ২৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা নাগর্নো কারাবাখে আজারবাইজানের এক হামলা প্রতিহত করেছে। ইয়েরেভেনের কর্মকর্তারা বলেছেন, কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনীয়া-আজারবাইজান সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার আগে মঙ্গলবার তৃতীয় দিন সেখানে তীব্র লড়াই চলেছে।
লড়াইয়ে সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁডায় ৯৫জনে। কারাবাখ জানায়, সংঘর্ষে ৮৪জন সামরিক এবং আজারবাইজানে ৯ জন ও আর্মেনিয়ার ২জনসহ মোট ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর এএফপি’র।
কয়েক দশক ধরে নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে ইয়েরেভান ও বাকুর মধ্যে আঞ্চলিক বিরোধ চলে আসছে।
১৯৯০ দশকের গোড়ার দিকে এক যুদ্ধের পর এই অঞ্চলটি আজারবাইজানের কাছ থেকে স্বাধীনতা লাভের ঘোষণা দেয়। ওই যুদ্ধে ৩০ হাজার মানুষ মারা যায় বলে দাবি করা হয়। তবে আর্মেনিয়াসহ কোনও দেশই এই অঞ্চলটির স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অঞ্চলটি আজারবাইজানের অংশ হিসেবেই বিবেচিত।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র আর্টসরুন হোভান্নিসিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আজারবাইজানীয় পক্ষটি আর্মেনিয়ার লক্ষ্যস্থলগুলিতে ব্যাপক আর্টিলারির গোলাগুলি চালিয়েছে, নতুন হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।’
বাকুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, ‘ আজারবাইজান বাহিনীর কাছে হেরে যাওয়া অবস্থানগুলি ফিরে পাওয়ায় আর্মেনিয় পাল্টা হামলার প্রচেষ্টার কারণে রাতভর তুমুল যুদ্ধ অব্যাহত থাকে।’
কূটনীতিকরা এএফপিকে জানিয়েছেন, কারাবাখের বিষয়ে জরুরি আলোচনার জন্য মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫ টায় (গ্রিনিজ মান সময় ২১০০ টায়) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক রুদ্ধ দ্বার বৈঠকের করার কথা রয়েছে।
বাসস/ অনু- জেজেড/২৩৫২/এবিএইচ