বাসস ক্রীড়া-১২ : সোরিয়ানোর জোড়া গোল পারমা হারালো বোলোনিয়া

105

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ইতালি-সিরি এ
সোরিয়ানোর জোড়া গোল পারমা হারালো বোলোনিয়া
মিলান, ২৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি) : সিরি এ লীগে সোমবার প্রথম জয়ের দেখা পেয়েছে বোলোনিয়া। পারমার বিপক্ষে ৪-১ গোলের ওই জয়ে বড় ভুমিকা রেখেছেন বোলোনিয়ার তারকা খেলোয়াড় রবার্তো সোরিয়ানো। তিনি নিজে জোড়া গোল করার পাশাপাশি সহায়তা করেছেন তৃতীয় গোল আদায়ে।
ম্যাচের বয়স যখন ১৬ মিনিট তখনই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সোরিয়ানো। ১৪ মিনিট পর ফের গোল করে বোলনকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন তিনি। বিরতির পর ১০ মিনিট পেরুতেই সোরিয়ানোর সহায়তায় তৃতীয় গোল করেন আন্দ্রেয়াস স্কভ ওলসেন।
বোলোনিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হবার চার দিনের মাথায় এদিন মাঠে নামেন ১৮ বছর বয়সি স্কটিশ টিনএজার এ্যারন হিকি। দলের রক্ষনভাগে নিজের পারফর্মেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এই লেফট ব্যাক।
ম্যাচের ৬৭তম মিনিটে অবশ্য একটি গোল পরিশোধ করে পারমা। বোলোনিয়ার গোল রক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হার্নানি পরিশোধ করেন গোলটি। ৭৬ তম মিনিটে রদ্রিগো প্যালাসিওকে ঝুকিপুর্ন ফাউল করার দায়ে ডিফেন্ডার সিমোন আইকোপোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকী ১৪ মিনিট ১০ জন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে পারমা। ওই সুযোগে ইনজুরি টাইমে বোরলানিয়ার হয়ে চতুর্থ গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড প্যালাসিও। ফলে এখনো পর্যন্ত জয়হীন থাকতে হল মার্কিন মালিক কাইল ক্রাউসের দলটিকে। দুই ম্যাচ শেষে এখনো তালিকার তলানীতেই পড়ে আছে তারা।
এ পর্যন্ত সিরি এ লীগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নাপোলি। রোববার জোনায়ার বিপক্ষে ৬-০ গোলের জয়সহ টানা দুই ম্যাচে জয়লাভ করেছে তারা। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। রোববার রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। দুটি গোলই করেছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
বাসস/এএফপি/এমএইচসি/১৭০৫/স্বব