বাসস ক্রীড়া-১১ : নিজ মাঠে টানা চারটি সিরিজ খেলবে নিউজিলান্ড

105

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-নিউজিল্যান্ড
নিজ মাঠে টানা চারটি সিরিজ খেলবে নিউজিলান্ড
অকল্যান্ড, ২৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : আগামী নভেম্বর মাস থেকে শুরু করে ঘরের মাঠে পাঁচ মাসে টানা চারটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-অস্ট্রেলিয়া-বাংলাদেশের বিপক্ষে সিরিজের সুচি আজ ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
করোনার কারনে গেল মার্চ থেকে থমকে যায় ক্রিকেটসহ বিশ্ব ক্রীড়াঙ্গন।। এরপর গেল জুলাই থেকে নিজেদের মাঠে ক্রিকেট ফেরাতে সক্ষম হয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন পর্যন্ত একমাত্র ইংল্যান্ডই নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পেয়েছে।
আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে নিউজিল্যান্ডও।
ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ২৭ নভেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হবার সাথে-সাথে পাকিস্তানের বিপক্ষে লড়াই শুরু করবে নিউজিল্যান্ড। এখানেও একইভাবে তিনটি টি-টুয়েন্টি ও দু’টি টেস্ট সিরিজ হবে। টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ ডিসেম্বর। দু’ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর।
এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ২২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে সিরিজটি।
১৩ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি :
২৭ নভেম্বর’২০- প্রথম টি-টুয়েন্টি, অকল্যান্ড।
২৯ নভেম্বর’২০- দ্বিতীয় টি-টুয়েন্টি, তারাঙ্গা (ঃধঁৎধহমধ)।
৩০ নভেম্বর’২০- তৃতীয় টি-টুয়েন্টি, তারাঙ্গা
৩-৭ ডিসেম্বর’২০- প্রথম টেস্ট, হ্যামিল্টন।
১১-১৫ ডিসেম্বর’২০- দ্বিতীয় টেস্ট, ওয়েলিংটন।
নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের সূচি :
১০ ডিসেম্বর’২০- প্রথম টি-টুয়েন্টি, অকল্যান্ড।
২০ ডিসেম্বর’২০- দ্বিতীয় টি-টুয়েন্টি, হ্যামিল্টন।
২২ ডিসেম্বর’২০- তৃতীয় টি-টুয়েন্টি, ন্যাপিয়ার।
২৬-৩০ ডিসেম্বর’২০- প্রথম টেস্ট, তৌরঙ্গ তারাঙ্গা
৩-৭ জানুয়ারি’২১- দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চ।
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের সূচি :
২২ ফেব্রুয়ারি’২১- প্রথম টি-টুয়েন্টি, ক্রাইস্টচার্চ।
২৫ ফেব্রুয়ারি’২১- প্রথম টি-টুয়েন্টি, ডুনেডিন।
৩ মার্চ’২১- প্রথম টি-টুয়েন্টি, ওয়েলিংটন।
৫ মার্চ’২১- প্রথম টি-টুয়েন্টি, অকল্যান্ড।
৭ মার্চ’২১- প্রথম টি-টুয়েন্টি, তারাঙ্গা
বাসস/এএমটি/১৭০০/স্বব