বাসস ক্রীড়া-১০ : উরুর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুস

137

বাসস ক্রীড়া-১০
ফুটবল-স্পেন-রিয়াল মাদ্রিদ-ক্রস
উরুর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুস
মাদ্রিদ, ২৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি) : উরুর ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস। বাঁ পায়ের উরুর পেছনের দিকে পেশীতে টান লেগেছে বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এই ইনজুরির কারণে শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ক্রুস। ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে জিনেদিন জিদানের শিষ্যরা। এই ইনজুরির কারণে অন্তত দুই সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে কাটাতে হবে বলে ধারনা করা হচ্ছে। ফলে আগামীকাল বুধবার রিয়াল ভায়াদোলিদ এবং রোববার লেভান্তের বিপক্ষে লীগ ম্যাচে খেলতে পারবেন না ৩০ বছর বয়সি এই ফুটবল তারকা।
এমনকি আগামী ১০ অক্টোবর জার্মান জাতীয় দলের হয়ে ইউক্রেনের বিপক্ষে নেশন্স লীগের ম্যাচেও ক্রুসের অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। তিন দিন পর সুইজারল্যান্ডের মোকাবেলা করবে জার্মানী।
বাসস/এএফপি/এমএইচসি/১৬৫৫/স্বব