বাসস বিদেশ-৮ : লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোস্তফা আদিবের পদত্যাগ

295

বাসস বিদেশ-৮
লেবানন-রাজনীতি
লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোস্তফা আদিবের পদত্যাগ
বৈরুত, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : লেবাননের মন্ত্রিপরিষদ গঠনে প্রতিবন্ধকতার কারণে পদত্যাগ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব। নতুন মন্ত্রিসভা গঠনে নিজের সিদ্ধান্ত বাধাগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয় টিভি চ্যানেল আল-জাবেদে তিনি শনিবার ঘোষণা দেন যে, নতুন মন্ত্রিসভা গঠনে তাঁর মিশন বাধাগ্রস্থ হয়েছে। খবর সিনহুয়া’র।
বাবদা প্যালেসে প্রেসিডেন্ট মিশেল আউনের সাথে বৈঠকের পর আদিব পদত্যাগের এ সিদ্ধান্ত নেন।
৪ আগস্ট বৈরুত বিস্ফোরণের পর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের মন্ত্রিসভার পদত্যাগের পরে ৩১ আগস্ট নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আদিবকে নিযুক্ত করা হয়েছিল।
বাসস/অনু-জেজেড/২২৫০/এবিএইচ