বাসস দেশ-১৮ : দেশে কোভিড-১৯ এ মৃত্যু আরও ৩৬ জন

92

বাসস দেশ-১৮
করোনাভাইরাস-আপডেট
দেশে কোভিড-১৯ এ মৃত্যু আরও ৩৬ জন
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আরও ৩৬ জন মারা গেছে এবং নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। একই সময়ে আরও ১ হাজার ৭৫৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয় ‘গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এতে করোনাভাইরাস মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫ হাজার ১২৯ জনে।’
গত ২৪ ঘন্টায় ১ হাজার ১০৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে। একই সময়ে সারাদেশের ১০৪ টি ল্যাবরোটরিতে ১০ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম বারের মতো কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
বাসস/অনুবাদ/এমএএস/১৭৪৫/এএএ