নদীবন্দরসমূহকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

204

ঢাকা, ২৬সেপ্টেম্বর, ২০২০(বাসস) : দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া,খুলনা, বরিশাল,পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫Ñ৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা /ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
ফলে এসব এলাকার নদীবন্দরকে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে হবে বলা হয়েছে।