বাসস দেশ-৩১ : ক্যানসার নির্ণয়ে উন্নত প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্বারোপ

345

বাসস দেশ-৩১
সেমিনার-ক্যান্সার
ক্যানসার নির্ণয়ে উন্নত প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্বারোপ
রংপুর, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : আজ এখানে এক সেমিনারে ভারতের হায়দ্রাবাদের আমেরিকান অনকোলজি ইন্সটিটিউটের (এওআই) ক্যানসার বিশেষজ্ঞরা উন্নত প্রযুক্তির সাহায্যে ক্যানসার নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন।
এওআই’র সহযোগিতায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ (আরসিএমসি) ক্যান্সার বিষয়ক এই সেমিনারের আয়োজন করে।
আরসিএমসি’র অধ্যক্ষ প্রফেসর ড. আফরোজা বুলবুল আখতারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এম এম এ ওয়াদুদ মোস্তফা ও হায়দ্রাবাদের এওআই’র অন্তর্জাতিক মার্কেটিং কর্মকর্তা মনাস মজুমদার।
এতে অংশগ্রহণ করে বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা থেকে আরসিএমসি’র ৭০ জন এমবিবিএস ডাক্তার ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালসহ শহরের অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকের ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার।
ক্যান্সার বিশেষজ্ঞ ড. ওয়াই ইয়াগানদার রেড্ডি ক্যান্সার রোগীদের যতœ নিতে উন্নত প্রযুক্তি ও কৌশল অবলম্বন করতে ও নিয়মমাফিক জীবন যাপন করাসহ নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভাস পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন ও ক্যান্সার নিরাময়ের বিভিন্ন কার্যকর পন্থা তুলে ধরেন।
এরআগে, গত দু’দিনে দুশ’রও বেশি ক্যান্সার রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
বাসস/এমআই/২০৫০/-এএএ