বাসস বিদেশ-৫ : ‘পক্ষত্যাগ করা’ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন উ.কোরিয়ার নেতা কিম

130

বাসস বিদেশ-৫
দ.কোরিয়া-উ.কোরিয়া-কূটনীতি
‘পক্ষত্যাগ করা’ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন উ.কোরিয়ার নেতা কিম
সিউল, ২৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের জলসীমায় দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন। শুক্রবার প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। খবর এএফপি’র।
ব্লু হাউসের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, কিম এ ঘটনাকে একটি ‘মর্যাদাহানিকর বিষয়’ হিসেবে অভিহিত করেন এবং ঘটনাটি প্রেসিডেন্ট মুন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য পীড়াদায়ক হওয়ায় তিনি ক্ষমা চেয়েছেন।
বাসস/এমএজেড/১৫১০/-আসাচৌ