বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

510

মস্কো, ২৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক সংগঠন, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে জনস হপকিনস ইউনিভার্সিটি জানায়, এ পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৩৯ হাজার ১৪২ জন, এদের মধ্যে ২ কোটি ২০ লাখ ২৪ হাজার ৬৪৪ জন করোনামুক্ত হয়েছে এবং ৯ লাখ ৭৯ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৬৯ লাখ ৫৪ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছে, এরপরে ভারতে ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন এবং ব্রাজিলে ৪৬ লাখ ২৪ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত রাশিয়ায় মোট আক্রান্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৩৬ জন। এদের মধ্যে ৯ লাখ ২৯ হাজার ৮২৯ জন করোনামুক্ত এবং ১৯ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।