সানির পর ডাবল উইকেট মেডেন মুস্তাফিজুরের

379

বাসেটেরেতে, ১ আগস্ট ২০১৮ (বাসস) : আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ডাবল উইকেট মেডেনের কৃতিত্ব গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাজিুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দ্বিতীয় ওভারে কোন রান না দিয়ে দুই ওপেনার এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারকে আউট করেন মুস্তাফিজুর। ফলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ডাবল উইকেট মেডেন নেন ফিজ।
এর আগে ২০১২ সালে টি-২০ ক্যারিয়ারে নিজের অভিষেক ম্যাচে ডাবল উইকেট মেডেন নিয়েছিলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে ৪ ওভারে ১ মেডেনসহ ১৩ রানে ৫ উইকেট নেন তিনি।
নিজের প্রথম ও আয়ারল্যান্ডর ইনিংসের নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে উইকেট নেন সানি। ওভার শেষে সানির বোলিং ফিগার দাঁড়ায় ১ ওভার শূন্য রান ২ উইকেট। সানির এমন কীর্তির ম্যাচে ৭১ রানে জয় পেয়েছিলো বাংলাদেশ।