বাসস রাষ্ট্রপতি-৩ : রাষ্ট্রপতির সংগে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের দূতের সাক্ষাৎ

339

বাসস রাষ্ট্রপতি-৩
হামিদ-জার্মানি
রাষ্ট্রপতির সংগে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের দূতের সাক্ষাৎ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জার্মানিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি বলেন, জার্মানির সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। জার্মানি বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বড় গন্তব্যস্থল। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে একথা জানান।
রাষ্ট্রপতি দুদেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদারে আন্তরিক প্রচেষ্টা চালাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
নবনিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অনু-এবিএইচ/২৩১০/এবিএইচ