নির্বাচনের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

315

ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার ২ লাখ ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবেন কিনা সে ব্যাপারে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ আগে দেশটি করোনায় মৃত্যু সংখ্যার আরেকটি মাইলফলক অতিক্রম করলো। খবর এএফপি’র।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ১৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬৮ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই বিশ্বের প্রথম সারিতে রয়েছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয় ও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে। ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৩৭ হাজার ২৭২ জনে এবং ভারতের মৃতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে।
সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ৩ নভেম্বরের নির্বাচনের প্রাক্কালে করোনাভাইরাস সনাক্তে ব্যাপক হারে পরীক্ষা চালালেও তারা এ ভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়েছে।