স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটরা প্রতারক নন : গাঙ্গুলি

363

মুম্বাই, ৬ এপ্রিল, ২০১৮ (বাসস) : বল টেম্পরিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর প্রায় সব দিক থেকেই সহানুভূতি ও সমর্থন পাচ্ছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।
এবার তাদের সমর্থনে এগিয়ে এলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব বেশি সাফল্য না পাওয়া গাঙ্গুলি মনে করছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃক নিষিদ্ধ হওয়া তিন অসি ক্রিকেটার স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটরা ‘প্রতারক’ নন।
নিজের লেখা ‘এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গাঙ্গুলি বলেন, ‘স্মিথের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তিনি চমৎকার একজন খেলোয়াড় এবং আবারো ফিরে আসবেন ও অস্ট্রেলিয়ার হয়ে রান করাটা অব্যাহত রাখবেন। আমি এটাকে প্রতারনা মনে করিনা..মুলত আমি এটাকে প্রতারণা বলে বিশ্বাস করিনা।’
‘স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটের জন্য আমার শুভ কামনা থাকবে এবং আশা করছি তারা ফিরে আসবেন ও ভাল খেলবেন। এটাকে প্রতারনা বলা ঠিক নয়’ বলে পুনরুল্লেখ করেন তিনি।