সমুদ্র পরিবেশ নিরীক্ষণে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ

288

জিকুয়ান, ২১ সেপ্টেম্বর, ২০২০(বাসস ডেস্ক): চীন সমুদ্র পরিবেশ নিরীক্ষণে মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট লাঞ্চ সেন্টার থেকে সোমবার এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণ কেন্দ্র থেকে বলা হয়েছে, লঙ মার্চ-৪বি রকেট বহনকারী হাইয়াঙ-২সি(এইচওয়াই-২সি) নামের স্যাটেলাইটটি স্থানীয় সময় দুপুর ১ টা ৪০ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
তৃতীয় স্যাটেলাইট হিসেবে এইচওয়াই-২সি আগের এইচওয়াই-২বি এবং এইচওয়াই-২ডি’র সাথে যোগাযোগ তৈরি করে ব্যাপকভাবে সামুদ্রিক পরিবেশ নিরীক্ষণ করবে।