ভারতে ভবন ধসে ১০ জনের মৃত্যু

246

ভিওয়ান্দি (ভারত), ২১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের পশ্চিমাঞ্চলে সোমবার ভোররাতের দিকে তিন তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ২৫ জন আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৩ টা ৪০ মিনিটের দিকে (গ্রীনিচ মান সময় ২২১০) ভিওয়ান্দি নগরীতে এ দুর্ঘটনা ঘটে। নগরটি ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পাশে অবস্থিত।
সরকারি এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘এ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছি।’
ওই কর্মকর্তা জানান, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ৩০ জনের এক উদ্ধার দলসহ ৪০ জনের বেশি জরুরি কর্মী দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
এনডিআরএফ মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান এক টুইটার বার্তায় বলেন, বিশেষ সরঞ্জামাদি ও ¯œাইপার ডগের সাহায্যে উদ্ধার দল ‘আটকা পড়া ২০-২৫ জনকে’ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এনডিআরএফের সরকারি টুইটার পেজে দেয়া বিভিন্ন ছবিতে জরুরি কর্মীদের মাথার ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং ইট-পাথর কেটে সরিয়ে ফেলতে দেখা যাচ্ছে।
এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভারতে জুন-সেপ্টেম্বর মৌসুমে ভবন ধস একটি স্বাভাবিক ঘটনা।