বাসস দেশ-২৪ : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু ॥ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩

338

বাসস দেশ-২৪
মসজিদে বিস্ফোরণ-মৃত্যু
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু ॥ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফরিদউদ্দিন (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩। চিকিৎসাধীন বাকি ৩জনের অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বাসসকে জানান, আগুনে গুরুতর আহত বাকি তিনজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত নয়। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৪৫/-এবিএইচ