বাসস দেশ-৪১ : সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : পরিবেশ মন্ত্রী

218

বাসস দেশ-৪১
পরিবেশ মন্ত্রী-উন্নয়ন
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : পরিবেশ মন্ত্রী
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের জনকল্যাণকর কর্মকান্ডের মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, চা বাগানের শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, দেশের সুষম উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক ও জনকল্যাণমুখী কর্মকান্ড অব্যাহত থাকবে।
শাহাব উদ্দিন আজ দুপুরে রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাশুক আহমেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল।
জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে ৩ হাজার ৪শ’ ৪৭ জনকে এককালীন ৫ হাজার টাকা করে মোট এক কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা বিতরণের প্রথম পর্যায়ের ২শ’ ৪৬ চা শ্রমিকের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
বাসস/সবি/এমএএস/২০৫৮/এসই