বাসস বিদেশ-২ : যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ‘খুব শিগগিরই’ বৈঠক হতে পারে : ট্রাম্প

453

বাসস বিদেশ-২
ইরান-যুক্তরাষ্ট্র-কূটনীতি-ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ‘খুব শিগগিরই’ বৈঠক হতে পারে : ট্রাম্প
টাম্পা, ১ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রু ইরানের সাথে ওয়াশিংটনের বৈঠক আসন্ন।
বৈঠকের ব্যাপারে তার এমন প্রস্তাবের বিষয়ে তেহরানের নেতাদের নীরবতা সত্ত্বেও তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।
ফ্লোরিডার টাম্পাতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা ইরান খুব শিগগিরই আমাদের সাথে আলোচনায় বসবে।’
তিনি আরো বলেন, ‘আবার এটা নাও হতে পারে।’
তবে তিনি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে ইরানের পরমাণু চুক্তিকে ‘ভয়ঙ্কর এক পাক্ষিক’ হিসেবে উল্লেখ করে আবারো এ চুক্তির কঠোর সমালোচনা করেন। আর এমন অজুহাত তুলে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট চুক্তিটি থেকে বেরিয়ে যায়।
বাসস/এমএজেড/১০৪০/-কেএআর