বাসস বিদেশ-১০ : কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পথে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও ৩০ দিন বাড়ছে

219

বাসস বিদেশ-১০
কানাডা-মার্কিন-বর্ডার
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পথে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও ৩০ দিন বাড়ছে
আটোয়া, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) :কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অপরিহার্য নয়, এমন স্থলপথ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরো ৩০ দিনের জন্য বাড়ানো হতে পারে। সিটিভি মঙ্গলবার এ কথা জানিয়েছে।
কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের পরে এনিয়ে ষষ্ঠবার এ নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। গত মার্চে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং প্রতিমাসেই এ পর্যন্ত মেয়াদ বাড়ানো হচ্ছে। ২১ সেপ্টেম্বর বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
এই নিষেধাজ্ঞার ফলে উভয় দেশের মধ্যে যানবাহন চলাচল মারাত্মক হ্রাস পেয়েছে। তবে ট্রাক ড্রাইভার এবং পেশাদার স্বাস্থ্য পরিচর্যাকর্মীর মতো কর্মীরা আসা যাওয়া করতে পারছেন। কানাডিয়ানরা এখনও আকাশ পথে মার্কিন গন্তব্যসমূহে পৌঁছতে সক্ষম।
কানাডায় এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ ৩৮,০১০ জন এবং তাদের মধ্যে ৯ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
বাসস/অনু-জেজেড/২০৩০/কেএমকে