বাসস দেশ-৩৫ : প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা : শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

432

বাসস দেশ-৩৫
নির্দেশ-গনপরিবহন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা : শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
ঢাকা, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ঢাকা শহরের বর্তমান পরিবহনে অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের এবং রোববার বিমানবন্দর সড়কে দুইজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপিকে ) নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে এ নির্দেশের কথা জানিয়ে বলা হয়, মুখ্যসচিব নজিবুর রহমানের সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাসস/সবি/কেসি/১৯৫৫/এবিএইচ