কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘ই-অফিস’ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

743

কুমিল্লা, ১৪ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলায় চান্দিনা উপজেলায় আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘ই- অফিস’ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাইমারি এডুকেশন প্ল্যান’-এর আওতায় আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চান্দিনা চেয়ারম্যান তপন বকশী, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।
কর্মশালা পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব।
কর্মশালায় উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।