বাসস দেশ-৩০ : জাতীয় মটর শ্রমিক পার্টিকে আরো গতিশীল করতে হবে : জি.এম.কাদের

285

বাসস দেশ-৩০
জাপা- মটরযান-শ্রমিক
জাতীয় মটর শ্রমিক পার্টিকে আরো গতিশীল করতে হবে : জি.এম.কাদের
ঢাকা, ১২ সেপ্টেম্বর , ২০২০ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের জাতীয় মটর শ্রমিক পার্টিকে আরো গতিশীল করার আহবান জানিয়েছেন।
জাতীয় মটর শ্রমিক পার্টিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা উপলক্ষে এই তিনি আজ এ আহবান জানান।
এর আগে জাতীয় পার্টির নবম কাউন্সিলে জাতীয় মটর শ্রমিক পার্টিকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় হয়। জাতীয় মটর শ্রমিক পার্টিকে আরো গতিশীল করতে ৮টি শ্রমিক সংগঠনের কমিটি গঠনে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ।
জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তকুর রহমান মোস্তাকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই নির্দেশনা দেন।
বাস ও ট্রাক শ্রমিক, কাভার্ড ভ্যান ও ভারী যানবাহন শ্রমিক, মাইক্রো ও প্রাইভেট কার শ্রমিক, সিএনজি ও থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নসহ ব্যাটারী চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বাসস/সবি/এমএআর/২১৫০/স্বব