নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

230

নীলফামারী, ৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলা সদরে আজ সড়ক দূর্ঘটনায় জুয়েল ইসলাম (২৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কে কচুকাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল জেলার জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।
ওই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহি একই উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাড়ি গ্রামের আকবর আলী (৬৫) আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল যোগে জলঢাকা থেকে নীলফামারী শহরের দিকে যাচ্ছিলেন তারা। এসময় জেলা সদরের কচুকাটা বাজারের কাছে মোটরসাইকেলে সামনে দিয়ে একনারী সড়ক পার হচ্ছিলেন। ওই নারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা লাগলে চালক জুয়েল ইসলাম গুরুতর আহত হন।তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মোটর সাইকেল চালক জুয়েলের মরদেহ হাসপাতালে রয়েছে।