মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির অভিষেক

405

মেহেরপুর, ৩১ জুলাই, ২০১৮ (বাসস) : মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য রফিকুল ইসলাম, অধ্যপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন। আরো বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য পল্লব ভট্টাচার্য্য, জেলা পরিষদের সদস্য তৌফিকুল বারী বকুল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসন বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজ বদলের হাতিয়ার হতে পারে। সংস্কৃতিক দেশের ঐতিহ্যকে লালন করতে পারে। তিনি বলেন সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যহত রাখতে হবে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কার্যকর কমিটির সদস্যদের ফুল ও ক্রেষ্ট দিয়ে তাদের বরণ করা হয়। পরে উত্তরীয় পরানো হয়।