বাসস দেশ-৩৪ : দূষণের দায়ে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় পরিবেশ অধিদপ্তরের

226

বাসস দেশ-৩৪
পরিবেশ-আদালত
দূষণের দায়ে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় পরিবেশ অধিদপ্তরের
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : নির্মাণ সামগ্রী ও ক্ষতিকর ধোঁয়া নির্গমণকারী গাড়ীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের সদর কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট রোজিনা আক্তার আজ রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে পরিবেশ দূষণের দায়ে রানা প্রপার্টিজের ম্যানেজার কিরণ পাঠান, উত্তর পীরেরবাগের মো. মিজানুর রহমান, পশ্চিম মণিপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁওয়ের মো. শাকিলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন।
এছাড়াও ভ্রাম্যমান আদালত চলাকালে আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন মোড়ে গাড়ী হতে নি:সারিত ধোয়ার মাত্রা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের দায়ে চারটি গাড়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রোজিনা বলেন, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।
ভ্রাম্যমান এই আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক মির্জা মো. আসাদুল কিবরিয়া।
বাসস/সবি/এমএএস/২০৩৫/এবিএইচ