বাসস প্রধানমন্ত্রী-৪ (দ্বিতীয় কিস্তি) : সামরিক অভিধান থেকে ‘মার্শাল ল’ শব্দটি বাদ দিন : প্রধানমন্ত্রী

207

বাসস প্রধানমন্ত্রী-৪ (দ্বিতীয় কিস্তি)
প্রধানমন্ত্রী-সশস্ত্র বাহিনী
সামরিক অভিধান থেকে ‘মার্শাল ল’ শব্দটি বাদ দিন : প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি বলেন, ‘ওই সময়ে জাতির পিতা সময়োপযোগী প্রতিরক্ষা নীতি গ্রহণ করেন এবং তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানী সামরিক জান্তার দোসররা এবং যারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের বিজয় মেনে নিতে পারেনি, তারা বঙ্গবন্ধুর উদার নীতির মূল্যায়ণ করেনি।’
বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হত্যাযজ্ঞের পর স্বাধীনতা-বিরোধী অপশক্তির ষড়যন্ত্রে ও কতিপয় উচ্চাকাক্সক্ষী ব্যক্তির কারণে দেশ ঘোর অন্ধকারে ঢেকে যায়।
তিনি বলেন, ‘তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শুধু রাষ্ট্রপতিকেই নয়, তাঁর পরিবারের অধিকাংশ সদস্য এবং এই বছরই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে, যারা মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতার নির্দেশনায় যুদ্ধকালীন সরকার গঠন করে এ দেশের বিজয় ছিনিয়ে এনেছিলেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি জানিনা এই কলঙ্ক মুছে যাবে কিনা। এই সব হত্যাকা-ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়।’
তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে ১৯৭৫ সালের হত্যাকারীদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া বিজয়ের গৌরব হারিয়ে গেছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল-২০৩০ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করে এই বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর তাঁর সরকার বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণের মাধ্যমে এনডিসি ওয়ার কলেজসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান স্থাপন করেন এবং তিন বাহিনীর জন্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করেন।
তিনি বলেন, ‘দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, সশস্ত্র বাহিনীগুলো যেন সব দিক দিয়ে স্বক্ষম হয়, সে লক্ষে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। সেনা অভিযানের স্বক্ষমতা বাড়াতে আমরা আধুনিক হেলিকপ্টার ক্রয় করেছি।’
শেখ হাসিনা আরো বলেন, তাঁর সরকার প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট (রণপোত) ক্রয় করে। এছাড়াও ডুবোজাহাজ ও সামরিক হেলিকপ্টার ক্রয় করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীকে পরিণত করেছি।’
বিরাট সমুদ্রসীমা অর্জন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সমুদ্র সম্পদকে আহোরণ করার জন্য নৌবাহিনীকে সময়োপযোগী করতে গড়ে তুলতেই হবে।’
বিমান বাহিনীর উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনা বলেন, তাঁর সরকারই প্রথমবারের মতো দেশের বিমান বাহিনীতে মিগ-২৯ জঙ্গি বিমান সংযুক্ত করেন। পাশাপাশি আমরা সর্বাধুনিক পরিবহণ বিমান, আকাশ প্রতিরক্ষা রাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি ক্রয় করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সবসময়ই প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে আসছে। সশস্ত্র বাহিনীর জন্য উচ্চতর প্রশিক্ষণ অতিজরুরি।
তিনি আরো বলেন, ‘বিমান বাহিনীর সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের জন্য আমরা বৈমানিক কেন্দ্র প্রতিষ্ঠা করার পাশাপাশি তাদের যুদ্ধ সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি।’
শেখ হাসিনা বলেন, সরকার আর্মি আইটি সাপোর্ট অর্গানাইজেশন এবং কম্পিউটার ওয়ার গেমস সেন্টার স্থাপন করেছে। আমরা সশস্ত্র বাহিনীর জন্য সব ধরনের আধুনিক উপকরণের ব্যবস্থা করেছি।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের সশস্ত্র বাহিনীর সব ধরনের প্রশিক্ষণ প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর কোন বিভাগ পিছিয়ে থাকুক। আমরা চাই আমাদের এই বাহিনীর প্রতিটি বিভাগ সর্বাধুনিক প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ হোক। আর এ লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।’
দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে কম প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে শুধুমাত্র অতি জরুরি ব্যয় করতে অনুরোধ জানান। সরকার বিপুল পরিমাণ প্রণোদনা দেয়া সত্ত্বেও করোনাকালে কত টাকা সংগ্রহ হয়েছে তিনি সে ব্যাপারে ভেবে দেখতে বলেছেন।
তিনি বলেন, ‘আমরা করোনাকালে শুধুমাত্র অতি প্রয়োজনীয় খাতে ব্যয় করব এবং কম গুরুত্বপূর্ণ খাতে কোন খরচ করব না। আর এভাবেই আমরা আবার সুদিন ফিরিয়ে আনব।’
চলবে/বাসস/এএইচজে/অনুবাদ-কেএটি/২০২৭/কেএমকে