বাসস ক্রীড়া-১২ : এই ভারত বিদেশে সেরা হতে পারে বলছেন শাস্ত্রী

335

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-শাস্ত্রী
এই ভারত বিদেশে সেরা হতে পারে বলছেন শাস্ত্রী
বার্মিংহাম, ৩০ জুলাই ২০১৮ (বাসস) : আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলার উপদেশ দিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। বার্মিংহামে আগামী পহেলা আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে মুখ খুললেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলো। আমরা বিদেশের মাঠে সেরা দল হয়ে উঠতে চাই। সেই দক্ষতা আমাদের আছে।’
টেস্টে ভালো করতে না পারলেও বিদেশের মাটিতে ওয়ানডেতে দুর্দান্ত করছে ভারত। তবে এবার টেস্টে ভালো করতে মুখিয়ে আছেন তিনি। শাস্ত্রী বলেন, ‘বিদেশে আমরা সাদা বলের ক্রিকেটে খুব ভাল করছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটেও ভাল খেলেছি। সেই খেলাটাই খেলতে চাই। আমাদের সামনে চ্যালেঞ্জ হল, লাল বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলা।’
বিদেশের মাটিতে খেলতে গেলেই সমস্যায় পড়ছেন সফরকারী দলরা। এমন উদাহরণ টানলেন শাস্ত্রী। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে কোনও দলই বিদেশে ভাল খেলতে পারছে না। শ্রীলঙ্কায় গিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতের প্রস্তুতিটা ভালো হয়েছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করেছে তারা। যারা সীমিত ওভারের দলে ছিলেন না, তাঁদের কেউ কেউ ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডে খেলেছেন। পাশাপাশি এসেক্সের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচও ছিলো ভারতের। নিজের দল নিয়ে শাস্ত্রী বলেন, ‘আমাদের দলের অনেকেই ইংল্যান্ডে খেলে গিয়েছে। অনেকেই গত কয়েক বছর ধরে অনেক কিছু শিখেছে খেলোয়াড়রা। এটা আমাদের কাছে একটা বড় সুবিধা। একেবারে নতুন দল নিয়ে আসার চেয়ে অবশ্যই ভালো।’
ইংল্যান্ডের কন্ডিশন ভালোভাবে জানেন শাস্ত্রী। তবে পিচ নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। নিজেদের খেলার উপরই মনোযোগি হতে চান শাস্ত্রী, ‘পিচ কখনও ভারতের মতো হবে না। ভারতের পরিবেশ-পরিস্থিতি-আউটফিল্ড অন্য রকম। ইংল্যান্ডের পরিবেশ-কন্ডিশন অন্যরকম। এখানে বোলাররা ভালো সুইং পেয়ে থাকে। দক্ষিণ আফ্রিকায় আমরা বেশ জীবন্ত পিচে খেলেছিলাম। আমাদের ঐ কন্ডিশনের পিচের সাথে মানিয়ে নিতে হয়েছিল।’
শাস্ত্রী মনে করেন, এই ধরনের বিদেশ সফরে টেস্ট ম্যাচের শুরুতে ব্যাটিংটা কেমন হচ্ছে তার উপর নির্ভর করে সিরিজের ভবিষ্যত। তিনি বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মতো দেশে শুরুর দিকে ব্যাটিং কেমন হচ্ছে, তা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ২০-২৫ ওভারের ওপর অনেক কিছু নির্ভর করে। প্রথম দিকে ভালো করতে পারলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য একটা মঞ্চ তৈরি হয়ে যায়।’
ভারতের হয়ে ইনিংস কে শুরু করবেন, এই নিয়ে আলোচনা বিস্তর। তবে প্রথম টেস্টের আগে স্পষ্ট কিছুই বলেননি শাস্ত্রী, ‘আমাদের ব্যাটিং লাইন আপ নমনীয়। রাহুলকে তিন নম্বর ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে। তার মানে এই নয়, ওপেন ছাড়া সে খেলতে পারবে না। তিন নম্বর ওপেনার প্রথম চারের যে কোনও জায়গায় খেলতে পারে।’
বাসস/এএমটি/১৯৪৫/মোজা/স্বব