বাসস দেশ-৩২ : ঢাবিতে ওসমানী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

326

বাসস দেশ-৩২
ঢাবি-ওসমানী স্মারক
ঢাবিতে ওসমানী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
ঢাকা, ৩০ জুলাই, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের উদ্যোগে আজ ‘জেনারেল এম এ জি ওসমানী স্মারক বক্তৃতা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামালের সভাপতিত্বে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
‘ট্যুরিজম ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ: এ্যান অপুরচনিটি অর এ মিরেজ’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন সাবেক সচিব এবং ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইতিহাসের অংশ জেনারেল এম এ জি ওসমানীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ‘জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭০ এর নির্বাচন থেকে শুরু করে ১৯৭১ এ মুজিবনগর সরকার গঠন ও পরবর্র্তীতে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। বাংলাদেশের জন্মের সঙ্গে তিনি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবেন।’
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে বিভাগীয় প্রায় ৪০জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।
বাসস/সবি/এমকে/১৯৩৫/-আসচৌ