রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু

258

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর ডেমরা ও শাহবাগে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে- শিশু জুবায়ের (৭) ও জহিরুল ইসলাম (৪০)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুর মামা মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার কুমিল্লা থেকে মায়ের সঙ্গে তাদের বাসায় বেড়াতে আসে জুবায়ের। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাসার একতলার ছাদে ঘুড়ি ওড়াতে উঠে সে অসাবধানতাবশত: নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় জুবায়ের।
আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন। জুবায়ের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নাইয়ারভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে জুবায়ের ছোট।
বাচ্চু মিয়া জানান, শিশু জুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
অপরদিকে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনা চাইনিজের বিপরীত পাশে সড়কে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন লাইনম্যান জহিরুল ইসলাম (৪০)। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের শাহারাস্থী উপজেলার সংখাই গ্রামের আবুল বাশারের ছেলে জহিরুল। বর্তমানে পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় মেসে থাকতেন তিনি।
নিহত জহিরুলের সহকর্মী ওবায়দুল জানান, ঢাকা পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহকারী লাইনম্যান হিসেবে কাজ করতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।