আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতি শপথ নিলেন

625

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
বিচারপতিগণ হলেন: বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বিকেলে তাদের শপথ বাক্য পাঠ করান।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে আজ একথা জানান। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত এই দু’জন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে গতকাল বুধবার ২ সেপ্টেম্বর নিয়োগ দেন।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এই নিয়োগ সম্পর্কিত প্রজ্ঞাপনে জানানো হয় শপথ গ্রহণের তারিখ থেকে তাঁদের এ নিয়োগ কার্যকর হবে।
নতুন দুই বিচারপতি নিয়োগের পর এখন আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৮ জন।