বান্দরবানে ২টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী বীর বাহাদুর

323

বান্দরবান, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : বান্দরবান জেলা সদরে ১০ কোটি ৬১ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি পার্বত্য জেলায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বান্দরবান জেলা সদরের বালাঘাট-তারাছা ইউপি সড়ক, শিশু পরিবার সড়ক, বীর বাহাদুর নগর সড়ক, ছাইংগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এছাড়াও বিক্রিছড়া মুসলিম পাড়া সড়কে একটি পিসি গার্ডার ব্রীজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর দিলীপ বড়ুয়া, অজিত কান্তি দাশ, আবুল খায়ের আবু, সৌরভ দাশ শেখরসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, নিজের এলাকা ও পরিবেশ নিজেকেই সব সময় সুন্দর রাখতে হবে। প্রধানমন্ত্রী উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কখনই কুন্ঠাবোধ করেন না।