চট্টগ্রামে আরও ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

279

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রামে নতুন ১০৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ১৫ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার একদিনে সংক্রমণের সংখ্যা একশ অতিক্রম করলো। এর আগে ২৩ আগস্ট ১০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, গতকাল বুধবার চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৬টি ও কক্সবাজার ল্যাবে একমাসের মধ্যে সর্বোচ্চ ১১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীর ৭৭ জন এবং উপজেলার ৩০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। সংক্রমণের হার ৯ শতাংশ। ফলে
চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৩৭ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকালও সবচেয়ে বেশি ৫৩২ টি নমুনা পরীক্ষা হয় ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এখানে ১৮টি পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন করোনার ভাইরাসবাহক বলে চিহ্নিত হন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৭টি নমুনায় ১৩ টিতে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১২ জনের নমুনার
মধ্যে ৩২ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে।
নগরীর বেসরকারি দু’টি করোনা পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতালে ৭২টি ও শেভরনে ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে যথাক্রমে ১০ জন ও ৬ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হন। এদিন চট্টগ্রামের ৮টি নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। পরীক্ষায় একজন পজিটিভ বলে জানানো হয়।
সর্বশেষ ১৪ দিনের রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, গতকাল ১০৭ জনের দেহে করোনাভাইরাস মিললেও সংক্রমণ হার ৯ শতাংশ। এর আগে, ২৩ আগস্ট শতাধিক (১০৫ জন) সংক্রমিতের দিনে সংক্রমণ হার ছিল ১৩ দশমিক ৭২ শতাংশ। গত ১ সেপ্টেম্বর ৮২ জনের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৯ দশমিক ৬৮ শতাংশ। ৩১ আগস্ট ৫৮ জন সংক্রমিত হন। সংক্রমণ হার ১০ দশমিক ৩৭ শতাংশ। ৩০ আগস্ট রোববার ৭২ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১০ দশমিক ২১ শতাংশ। ২৯ আগস্ট ২৬ জনের
দেহে করোনার জীবাণু পাওয়া যায়। সংক্রমণ হার ৭ দশমিক ৯৫ শতাংশ। ২৮ আগস্ট ৮৮ জন সংক্রমিত হন, হার ১০ দশমিক ২৮ শতাংশ। ২৭ আগস্ট ১০৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলে, হার ১১ দশমিক ৮৪ শতাংশ।
২৬ আগস্ট ৭৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়, হার ৯ দশমিক ৩০ শতাংশ। ২৫ আগস্ট ৭৬ জন করোনাক্রান্ত হন, হার ১০ দশমিক ১৮ শতাংশ। ২৪ আগস্ট ৮৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন, হার ১২ দশমিক ০২ শতাংশ। ২৩ আগস্ট ১০৫ জন পজিটিভ শনাক্ত হন,
হার ১৩ দশমিক ৭২ শতাংশ। ২২ আগস্ট জীবাণু মেলে ৩২ জনের নমুনায়, হার ১০ দশমিক ৮৮ শতাংশ। ২১ আগস্ট ৮৩টি নমুনা পজিটিভ শনাক্ত হয়, হার ১২ দশমিক ৪২ শতাংশ। ২০ আগস্ট আক্রান্ত হন ৮৯ জন, হার ১০ দশমিক ৯০ শতাংশ। ১৯ আগস্ট ৯৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়, হার ১২.০৯ শতাংশ।