মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আলোচনা সভা

793

মেহেরপুর, ৬ জুলাই ২০১৭ (বাসস) : আওয়ামী লীগ সরকার দলীয়করণ না করে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এবং বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের বই তুলে দিচ্ছে। আওয়ামী লীগের পক্ষেই সম্ভব দলীয়করণ না করে মানুষের কল্যাণ সাধন করতে পারে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আজ বৃহস্পতিবার মেহেরপুর জেলা পরিষদ হলরুমে ‘সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ : প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন একথা বলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর আমেনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রসুল, জেলা বিএনপির সহ সভাপতি আবদুর রহমান, জেলা নির্বাচন অফিসার রোকন উজ জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশকার আলী ও ডেমোক্রেসির জেলা প্রতিনিধি সাহনাজ সোহান প্রমুখ।