বাজিস-৫ : টাঙ্গাইলে ৮৮ হাজার ২৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

321

বাজিস-৫
টাঙ্গাইল-আমন চাষ
টাঙ্গাইলে ৮৮ হাজার ২৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলার ১২টি উপজেলায় চলতি মৌসুমে ৮৮ হাজার ২৬০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ২৯ হাজার ৬২৪ হেক্টর জমিতে আমন চারা রোপণ করা হয়েছে বলে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আমন ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সরকারীভাবে বিনামূল্যে চারা, সারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
টাঙ্গাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাসার জানান, কৃষকদের বিনামূল্যে ধানের চারা, সারসহ প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে।
বাসস/সংবাদদাতা/২৩৪০/এমকে