বেনাপোলে ৯ কেজি স্বর্ণের বারসহ ১ নারী আটক

303

যশোর, ২৯ আগস্ট, ২০২০ (বাসস) : জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে শুক্রবার রাত ১০টায় বিজিবি সদস্যরা ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেসা খাতুনকে ৩৬) আটক করেছে। আটক বানেসা সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে এক নারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান এনে তার বাড়িতে মজুদ করছে।এ সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে ৯ কেজি ২শ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেসা খাতুনকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটক নারীকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।