বাসস রাষ্ট্রপতি-১ : বিশিষ্ট সাংবাদিক, লেখক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

352

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-শোক-রাহাত
বিশিষ্ট সাংবাদিক, লেখক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ২৮ আগস্ট, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দেশের বিশিষ্ট সাংবাদিক, উপন্যাসিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সাংবাদিক রাহাত খান স্বাধীনতা চর্চা ও সমাজের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন।
আবদুল হামিদ বলেন, ‘তার (রাহাত খান) মৃত্যু সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে সত্যিকার অর্থেই অপূরণীয় ক্ষতি।’
জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, একুশে পদক প্রাপ্ত এই সাংবাদিক বার্ধক্যজনিত জটিলতার কারণে আজ রাত সাড়ে আটটার দিকে নগরীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাহাত খান হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
রাষ্ট্রপ্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাসস/এসআইআর/অনু-স্বব/২৩১৫/আরজি