বাসস দেশ-৪২ : গণপূর্তের বদলি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

180

বাসস দেশ-৪২
বদলি-স্থগিত
গণপূর্তের বদলি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত
ঢাকা, ২৭ আগস্ট, ২০২০ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের সকল প্রকার বদলি বা পদায়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আজ সচিবালয়ে এ স্থগিতাদেশ প্রদান করেন। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি বা পদায়ন করা যাবে না। তবে যে সকল কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে তিন বছর বা তার অধিক সময় ধরে কর্মরত আছেন তাদেরকে জনস্বার্থে বদলি করা যাবে। তাছাড়া পদ খালি থাকা সাপেক্ষে কর্মকর্তা-কর্মচারী বদলি/পদায়ন করা যাবে।
শরীফ আহমেদ আরো বলেন, কর্মকর্তা-কর্মচারী বদলি বা পদায়নের ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ বরদাশত করা হবে না। গণপূর্ত অধিদপ্তরকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
বাসস/তবি/এমএন/২০১৫/-শআ