সরাইলে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন

354

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুলাই, ২০১৮ (বাসস) : আজ রবিবার জেলার সরাইলে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। ওই গ্রামের দরিদ্র সকিনা বেগম (৫৫) ও মলিহা বেগম (৬০) হাতে ঘরের চাবি তুলে দেয়ার মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’- এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হুসাইন, উপজেলা জাপার সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বিনা মূল্যে প্রত্যেক ইউনিয়নে ৯টি করে মোট ১৬২টি ঘর দেওয়া হবে। দরিদ্র অসহায় যাদের জায়গা আছে কিন্তু ঘর নেই, অন্যের বাড়িতে বসবাস করেন। এমন লোকজনই পাবেন এই ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ টাকা। সাথে রয়েছে একটি স্বাস্থ্য সম্মত টয়লেট।