বাসস দেশ-২৯ : পাসপোর্ট কার্যালয়ে দুদকের আকস্মিক অভিযান

303

বাসস দেশ-২৯
দুদক-অভিযান
পাসপোর্ট কার্যালয়ে দুদকের আকস্মিক অভিযান
ঢাকা, ২৯ জুলাই, ২০১৮ (বাসস): সেবাপ্রার্থীদের হয়রানি ও ভোগান্তির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে ।
দুদকের সহকারি পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশসহ ৯ সদস্যের একটি টিম এ অভিযান চালায়।
অভিযানকালে দুদক টিম দুর্নীতিবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে দুর্নীতিসংক্রান্ত যে কোন অভিযোগ দুদক হটলাইনে (১০৬) জানানোর জন্য সেবাপ্রত্যাশীদের বলা হয়।
পাসপোর্ট সেবাগ্রহণে কোনো দালালের শরণাপন্ন না হওয়ার জন্য দুদক কর্মকর্তারা উপস্থিত জনসাধারণকে অনুরোধ জানান।
এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুদক দুর্নীতি নির্মূলের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মান বাড়াতে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
বাসস/সবি/এফএইচ/১৯২৫/কেজিএ